ফেসবুকে ছবি পোষ্ট করে বুবলীর খোঁচা

আপডেট: May 30, 2025 |
boishakhinews 102
print news

অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল যুদ্ধ নতুন কিছু নয়। হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা–সমালোচনার জন্ম দেন তারা। কৌশলে কেউ কারো থেকে কম যান না।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শবনম বুবলী।

সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত। তাই উপেক্ষা করো, আর নিজের সময়টা উপভোগ করো।’
বুবলী এমন ক্যাপশনে কাকে খোঁচা দিলেন, তা যেন বুঝতে বাকি নেই নেটিজেনদের। ছবিটির জন্য প্রশংসা কুড়ালেও ক্যাপশন দেখে অনেকেই বলছেন, এটি নিশ্চয় অপু বিশ্বাসকে উদ্দেশ্যে করে লিখেছেন তিনি!

কারণ, এই দুই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল যুদ্ধ নিয়ে অবগত নেটিজেনরাও।

কিছুদিন আগে শাহরুখ খানের ছেলে আব্রাহাম খানের জন্মদিনে নিজেদের সন্তানের সঙ্গে তাদের বাবা শাকিব খানের একান্ত মুহূর্তের কিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন অপু-বুবলী দুজনেই। দুজনেই সেই পোস্টে সন্তানের জন্য বাবার ভালোবাসা কতটা গভীর, সেটা বোঝানোর চেষ্টা করেছেন।

আর সেখানেই যেন বাধে বিপত্তি। বুবলী পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর একইরকম পোস্ট দেন অপুও।

তবে সেখানে তিনি বুবলীকে খোঁচাও দেন তার ক্যাপশনে। নেটিজেনরা সেসব নিয়েই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন!।

Share Now

এই বিভাগের আরও খবর