চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি: ডিআইইউ ছাত্র ঐক্য প্রতিনিধি


ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শিক্ষার্থীদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে চার দফা দাবি পেশ করেছে উপাচার্য বরাবর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন।
শুক্রবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসানের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে চরম শোক, আতঙ্ক এবং উদ্বেগ বিরাজ করছে।
এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন এবং তাঁদের মৌলিক অধিকারও বিঘ্নিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ছাত্র ঐক্য চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো:
১. ক্যাম্পাস ও হোস্টেলের নিরাপত্তা নিশ্চিতকরণ
২. জরুরি অবকাঠামোর উন্নয়ন
৩. মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স
৪. শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঐক্য প্রতিনিধিরা জানান, আগামী ২০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দাবিগুলোর বিষয়ে সন্তোষজনক ও কার্যকর পদক্ষেপ গ্রহণে না করে তাহলে তারা সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।