ফরিদপুর পৌরসভায় শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম


ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর পৌরসভায় শুরু হয়েছে তিন দিনের বিশেষ বর্জ্য অপসারণ কার্যক্রম। শনিবার (৭ জুন) দুপুর ২টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে বর্জ্য অপসারণ শুরু হয়। ১৪টি টিমে যুক্ত হয়েছেন ১৪৫ জন পরিচ্ছন্নতাকর্মী।
পৌরসভা সূত্র জানায়, ডাম্প ট্রাকে বর্জ্য তোলার পর স্থানগুলো পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।
পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত জানান, ঈদে প্রতিদিন ৮০ টন বর্জ্য অপসারণ করা হচ্ছে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণ। কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে পৌরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।