নির্বাচনে নিরপেক্ষ বিচার ও সমতার পরিবেশ জরুরি: জামায়াত আমির

আপডেট: June 7, 2025 |
inbound3256371301301654611
print news

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতি আর যেনতেনভাবে কোনো নির্বাচন দেখতে চায় না। তিনি দাবি করেন, নিরপেক্ষ বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণা বাস্তবায়নের পাশাপাশি ভোটের জন্য সমতল মাটির পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই রোডম্যাপ অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

শনিবার (৭ জুন) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে এসব কথা বলেন তিনি। ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করেন।

শফিকুর রহমান বলেন, ‘পরপর তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই পরিস্থিতি থেকে উত্তরণে নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলাম এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতারা বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর