নির্বাচনের আগেই জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট: June 9, 2025 |
boishakhinews24.net 64
print news

নির্বাচনের আগেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৮ জুন) রা‌তে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

এর আগে তিনি দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএস‌সি ২০১৪ ব্যাচের আয়োজনে সামাজিক সংগঠন ‘ইনসাফ’র আত্মপ্রকাশ উপলক্ষে মেজবান অনুষ্ঠানে অংশ নেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষিত ‘এপ্রিলের প্রথমার্ধে’ সাধারণ নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে এর পূর্বে জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথা, সেটা অবশ্যই দিতে হবে।

এ ছাড়াও নির্বাচন হওয়ার পূর্বে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আমরা সুন্দর ও ভালো একটি বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এটা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা পলিটিক্স করেন তাদের সকলের দায়িত্ব রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে।

দলীয় কার্যক্রম সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি বর্তমানে সাংগঠনিক বিস্তারের মনোযোগ দিচ্ছে। আমরা সারা দেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমরা যাচ্ছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাংগঠনিক বিস্তার সৃষ্টি করা।

তিনি বলেন, আমাদের সংগঠনের রেজিস্ট্রেশনের কিছু বিষয় রয়েছে, আমরা এ মাসের মধ্যেই এসব সম্পন্ন করতে চাই। এনসিপি বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

Share Now

এই বিভাগের আরও খবর