আশুলিয়ায় গ‍্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আপডেট: June 18, 2025 |
inbound1176564416586448645
print news

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৬ জন। বিস্ফোরণে ওই বাড়ির দেয়াল ধসে পড়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)কে স্থানীয়রা পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাসির ছাড়া বাকী ৫ জনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়।

এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুয়েল মিয়ার দোতলার বাড়ির নিচ তলার ভাড়াটিয়া জহিরুল ইসলাম সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ভবনের বিভিন্ন অংশের দেয়াল ধ্বসে পড়ে। পাশাপাশি গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হন অন্তত ৬ জন।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ওই কক্ষে গ্যাস জমে ছিল। কিন্তু কেউ খেয়াল না করায় সকালে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের।

Share Now

এই বিভাগের আরও খবর