রোববার নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

আপডেট: June 21, 2025 |
inbound491932130874708606
print news

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন গ্রহণের শেষ দিন আগামী ২২ জুন (রোববার)। ওই দিনেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার বিকালে দলীয় সাধারণ সভায় গঠনতন্ত্রের খসড়া অনুমোদন শেষে বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের শর্ত পূরণে এনসিপি ইতোমধ্যে দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে।

তবে চূড়ান্ত গঠনতন্ত্র এখনো পাস হয়নি। এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘‘আমরা রোববারের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেব।

ইতোমধ্যে খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত হয়েছে। অনুমোদনের জন্য এটি শুক্রবারের সাধারণ সভায় উপস্থাপন করা হবে।’’

এনসিপির প্রস্তাবিত গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে—দলের শীর্ষ নেতা কেউ তিন মেয়াদের বেশি থাকতে পারবেন না এবং প্রতি তিন বছর পরপর কাউন্সিল আয়োজন করতে হবে। দলীয় শৃঙ্খলা, স্বচ্ছতা এবং নিয়মতান্ত্রিক কাঠামোর উপর গুরুত্ব দিয়েছে দলটি।

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী, আবেদনকারী দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়। সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় ২০০ ভোটারের সমর্থনের প্রমাণপত্র জমা দিতে হবে।

এ ছাড়া দলীয় প্যাডে আবেদনপত্রের সঙ্গে গঠনতন্ত্র, ইশতেহার (যদি থাকে), বিধিমালা (যদি থাকে), লোগো, দলীয় পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সব সদস্যের তালিকা, ব্যাংক হিসাব এবং সর্বশেষ স্থিতির বিবরণ জমা দিতে হয়।

এ পর্যন্ত প্রায় শতাধিক রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নির্বাচনের আগে নিবন্ধনের সুযোগ পেতে নির্বাচন কমিশন গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে। শুরুতে আবেদনের সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হলেও এনসিপিসহ কয়েকটি দলের অনুরোধে সময় বাড়িয়ে তা ২২ জুন পর্যন্ত করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশ করে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দলটি রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে নিবন্ধনের পথে অগ্রসর হয়।

Share Now

এই বিভাগের আরও খবর