পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে : স্বাধীন তদন্ত কমিশন

আপডেট: June 25, 2025 |
inbound617690825939042838
print news

পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ইতোমধ্যে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার কাছ থেকে জবানবন্দিও নিয়েছে কমিশন।

বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বিআরআইসিএম-এর নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমিশন।

সংবাদ সম্মেলনে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ও বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান, তদন্তের স্বার্থে এখনও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের নাম প্রকাশ না করা হলেও দুইজন পলাতক আওয়ামী লীগ নেতা ইমেইলের মাধ্যমে কমিশনে জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম।

কমিশন জানায়, এ পর্যন্ত ১৫৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছেন ৫৫ জন সামরিক কর্মকর্তা, একাধিক সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা। এছাড়া ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এমন ১৫ জন অফিসারের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, কারাগারে দণ্ডপ্রাপ্ত ২৫ জন বিডিআর সদস্য এবং কারামুক্ত ২৯ জন সদস্যেরও জবানবন্দি নেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়ের ৯ জন, যাদের মধ্যে ব্যবসায়ী, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ ও সাংবাদিকও রয়েছেন, তাদের থেকেও তথ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ছয়টি দেশের দূতাবাস এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিশনের সভাপতি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের প্রয়োজনে আরও জবানবন্দি সংগ্রহের কাজ চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর