সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আপডেট: July 8, 2025 |
inbound4376162798657635021
print news

দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় সাতটি জেলার ওপর দিয়ে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতির ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর ফলে নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতির অবনতি হতে পারে যে কোনো সময়। সে কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার এই প্রবণতা কিছু সময় স্থায়ী হলেও এর কারণে নদী পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি নৌযানগুলোকে আজ দুপুর পর্যন্ত নদী পথে না চলাচল করাই নিরাপদ।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে দুপুর নাগাদ পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর