খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪

আপডেট: July 26, 2025 |
inbound697428296346540009
print news

খাগড়াছড়ির দীঘিনালায় দুই পাহাড়ি রাজনৈতিক দলের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস–সন্তু লারমা গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ–প্রসিত খিসা গ্রুপ) এর সদস্যদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ-এর সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি দল এবং জেএসএস-এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের আরেকটি দল জোড়া সিন্ধু কারবারিপাড়ায় মুখোমুখি হয়। কিছুক্ষণ পর শুরু হয় দুই পক্ষের মধ্যে ভারী অস্ত্র নিয়ে গোলাগুলি, যা দীর্ঘ সময় ধরে চলে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য এ সংঘর্ষে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ওসি জাকারিয়া আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর