সাভারে লরির চাপায় নারী-শিশুসহ নিহত ৩

আপডেট: August 4, 2025 |
inbound9168314918382398734
print news

সাভারের আশুলিয়ায় লরির চাপায় রিকশার আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। সড়কে পানি জমে থাকায় রিকশাটি মাঝ দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে যায়।

এসময় পেছন থেকে আসা একটি লরি রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। পরে আহত তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে এক নারী ও এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, লরি চাপায় একজন ঘটনাস্থলে এবং দুইজন হাসপাতালে মারা গেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর