আজ জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাবে জামায়াত

আপডেট: August 6, 2025 |
inbound8546192932994301362
print news

আজ জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বুধবার (৬ আগস্ট) জানানো হবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক রয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। সেখানে জামায়াতের প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার।

Share Now

এই বিভাগের আরও খবর