বগুড়ায় গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ০২

আপডেট: August 11, 2025 |
inbound992376316926792909
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক তরুণীকে গণধর্ষণ মামলায় দুই আসামীকে পাবনার চাটমোহর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ আগস্ট (রাববার) ভোর সাড়ে ৫টার দিকে আসামীর আত্মীয়ের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা- হলেন- বগুড়া শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার মৃত- পালওয়ানের ছেলে মোঃ শাহাদাৎ শাহাদাৎ হোসেন(৩০) এবং একই এলাকার আফছার আলীর ছেলে মোঃ আশরাফুল শেখ (৪১)।

আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান,স্বামীহারা সংসারে দুই সন্তান নিয়ে জীবনযাপন করছিলেন এক তরুণী।

বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন ওই তরুণী। এ সময় তার সঙ্গে আসামী শাহাদাৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৩১ জুলাই দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদাৎ হোসেন তরুণীকে বগুড়া শহরের সাতমাথায় ডেকে নেয়।

এরপর ব্যাটারি চালিত আটোরিকশাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরিয়ে সন্ধ্যায় শাজাহানপুর থানাধীন জলশুকা গ্রামস্হ জোড়া ব্রীজের পূর্ব পার্শ্বে জঙ্গলের ভিতর নিয়ে যায়।

রাত ৮টার দিকে শাহাদাৎ হোসেন ও তার দুই সহযোগী জঙ্গলের মধ্যে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এই ঘটনায় ওই তরুণীর মা বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার চাটমোহর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামী শাহাদাৎ ও আশরাফুলকে আজ সোমবার সকালে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর