সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে আইজেএফ

আপডেট: August 14, 2025 |
dsdsd 2
print news

নিজস্ব প্রতিবেদকঃ প্রকৃতপক্ষেই সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিভাবে আত্মপ্রকাশ করলো আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা (আইজেএফ)।
১৩ আগস্ট ২০২৫ বুধবার বিকাল ০৫টায় সংস্থার প্রধান কার্যালয়ে আনন্দঘন পরিবেশে আত্মপ্রকাশ করে সংস্থাটি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রথমেই সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকারে নিহত সাংবাদিক সহ ইতিপূর্বে নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফেতার কামনা ও আহত এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সুস্থ্যতা ও সুন্দর জীবন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরবর্তী ধাপে কেক কেটে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রবীন সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জয়নাল আবেদীনকে চেয়ারম্যান ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মনির হোসেন কাজীকে মহাসচিব করে আগামী ০৩ বছরের জন্য সংস্থার আংশিক কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করা হয়।
ঘোষিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগন হলেন, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মোঃ আল-আমিন শাওন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হারিসুর রহমান, আবদুল কাদের দীপু, অতিরিক্ত মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, অর্থ সচিব নুরুল আফসার সাঈদ, যুগ্ম মহাসচিব মোঃ হাসান আলী রেজা (দোজো), সহ সাংগঠনিক সচিব যথাক্রমে মেহেদী আরিফ, মোঃ মাসুম হোসেন, ফিরোজ আলম, প্রচার ও প্রকাশনা সচিব সাইদুল ইসলাম, মহিলা বিষয়ক সচিব মোসাঃ রোকসানা আক্তার মজুমদার, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোঃ আবদুল আহাদ, কল্যাণ সচিব শরীফুল হক, পরিকল্পনা সচিব গোলাম হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সচিব মাহমুদ জোবায়ের, নির্বাহী সদস্য যথাক্রমে শাহালম, শাহ সাহিদ উদ্দিন, কুতুব উদ্দিন, মোঃ আতিকুর রহমান, ইউসুফ দীপু ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কামরুজ্জামান মিল্টন, মাসুম ভূইয়া, সুমন সরদার, আবু কালাম, সাদেকুর রহমান লিটন, পার্থ কায়সার প্রমুখ।
সভায় সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে উপস্থিত সকলের মতামত গ্রহনসহ খুব শীঘ্রই পুর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন এবং সারাদেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহীত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর