আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে খুশি হবো : রাজিন সালেহ

আপডেট: August 27, 2025 |
boishakhinews 56
print news

এশিয়া কাপের সবশেষ আসর যেবার টি-টোয়েন্টি ফরম‌্যাটে হয়েছিল সেবার সুপার ফোরেও উঠতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে বিদায় নেয়। এছাড়া ওয়ানডে ফরম‌্যাটে সুপার ফোর খেললেও যেতে পারেনি ফাইনালে।

এবার কেমন করবে বাংলাদেশ? দল থেকে ফাইনালের স্বপ্ন দেখানো হয়েছে। নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও শিরোপার স্বপ্নে বিভোর। তবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমানে হাই পারফরম‌্যান্স স্কোয়াডের কোচ রাজিন সালেহ মনে করছেন, বাংলাদেশ দল সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। টুর্নামেন্টের ফরম‌্যাটে সেমিফাইনাল নেই।

 

গ্রুপ পর্ব পেরিয়ে সেরা চার দল খেলবে সুপার ফোর। পয়েন্ট তালিকার ভিত্তিতে সেরা দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ সুপার ফোরে ভালো করতে পারলে ফাইনালের দুয়ার খুলতে পারে। এর আগে গ্রুপ পর্বে অবশ‌্য আফগানিস্তান, শ্রীলঙ্কার বাধাও টপকাতে হবে বাংলাদেশকে। সঙ্গে হংকংয়ের বিপক্ষেও খেলতে হবে।

রাজিনের আশা সব বাধা ডিঙিয়ে সুপার ফোরে জায়গা করে নেবে বাংলাদেশ, ‘‘আমি বলতেছি না যে, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম। আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে খুশি হবো। আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মত টিম এখন।’’

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। তারা দুজন ফেরায় খুশি রাজিন। দুজনকে নিয়েই বেশ আশাবাদী তিনি,
‘‘নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারা সিলেক্টর তাদেরকে ধন্যবাদ যে সোহানকে সুযোগ দেয়ার জন্য। সোহানের আসলে জায়গাটা প্রাপ্য এবং উনারা সঠিক সময়ে ওকে নিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে। আমি মনে করি টিম অনেক ভালো হয়েছে।’’

পুরো দল নিয়েই আশাবাদী রাজিন, ‘‘এখন যারা আছেন, বলবো না যে অভিজ্ঞতা নাই। কেননা যারা বাংলাদেশ টিমে খেলছে, বেশিরভাগই কিন্তু প্লেয়াররা চার-পাঁচ বছর খেলে ফেলেছে। তো আমি মনে করি না যে এখানে অভিজ্ঞতার অভাব আছে এবং যারা খেলতেছে তারা সক্ষম এবং তারা পারফর্ম করা অবশ্যই উচিত।’’

Share Now

এই বিভাগের আরও খবর