আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ


জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (২৭ আগস্ট) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করেন।
তার সঙ্গে প্রসিকিউটর মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান ও তারেক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
মামলার ছয় আসামিকে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
এই মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক। তাদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, মামলায় মোট সাক্ষী রয়েছেন ৬২ জন। তদন্ত সংস্থার কর্মকর্তারা গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেন।
এরপর ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এবং ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেওয়া হয়।