মহাসড়কে ডাকাতের কবলে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব

আপডেট: August 29, 2025 |
inbound4391029190398770165
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও তার পরিবারকে বহন করা একটি গাড়িতে হামলা চালিয়েছে একদল ডাকাত।

২৮ আগস্ট (বৃহষ্পতিবার) সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে চট্টগ্রামে আসার পথে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ব্যস্ততম মহাসড়কে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ফেসবুক পেজে দেওয়া এক নিন্দা এবং প্রতিবাদ লিপিতে জানানো হয়েছে আজ একদল ডাকাত সংগঠিতভাবে মহাসচিবের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

তারা গাড়ি থামানোর চেষ্টা করে, ব্যর্থ হলে গাড়িতে পাথর নিক্ষেপ করে জানালা ভেঙে ফেলে এবং ডাকাতির অপচেষ্টা চালায়।

সৌভাগ্যবশত চালকের বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে গাড়িটি দ্রুত চালিয়ে যাত্রীদের প্রাণে রক্ষা করা সম্ভব হয়।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণসমিতি।

Share Now

এই বিভাগের আরও খবর