মায়ের অভিযোগে ১ বছর পর কবর থেকে সন্তানের লাশ উত্তোলন

আপডেট: August 31, 2025 |
inbound6987831096294597532
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মায়ের অভিযোগে ১ বছর পর কবর থেকে নয়ন (৮) নামে এক শিশু সন্তানের লাশ উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই।

রবিবার (৩১ আগস্ট) আদালতের নির্দেশে উপজেলার পাঁচ পীর কবরস্থান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে শিশুটির লাশ উত্তোলন করে লাশের  বিভিন্ন অংশ নমুনা হিসেবে গ্রহন করেন তারা।

অভিযোগ সূত্রে জানাযায়, স্বপরিবারে কাজের জন্য নারায়গঞ্জে যায় সুরাতুনের পরিবার । সংসার জীবনে ১৩বছরের মাথায় নেমে আসে কলহ বিবাদ।

স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য চাপ দিতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগষ্ট টাকার জন্য মারপিটও করে, এবং বলে যে টাকা না দিলে তোমাকে ও তোমার ছেলেকে মেরে ফেলবো।

কথাবলার ৩দিনের মাথায় ১৩ আগষ্ট বিছানার নিচে ৪০হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ্বাসরোধ করে হত্যা করে দূবৃত্তরা।

এঘটনায়  নারায়গঞ্জের ফতুল্লার সুজন ও নিহতের পিতাসহ ৮জনের বিরুদ্ধে  নারায়নগঞ্জ চীপ জুডিসয়িাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন সুরাতুন।

আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা  নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি।

এটি রাসায়নিক পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট পেলেই লাশের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর