বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে আনন্দ র‌্যালি

আপডেট: September 3, 2025 |
inbound6476932447253997629
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে পৌরসভাসহ  উপজেলার প্রত্বেকটি ইউনিয়ন ও গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে পরে বেলা ১২ টার দিকে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড.এম এ মুহিতের নেতৃত্বে হাই স্কুল মাঠ থেকে এক বিশাল আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাহজাদপুর বিসিক বাস ষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন,শাহজাদপুরের গন মানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ,  পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ- সভাপতি সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জি এস আল আমিন হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের  সর্বস্তরের নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর