ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

আপডেট: September 5, 2025 |
inbound6974437871620335324
print news

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, গরম থেকে সহসাই স্বস্তি মিলছে না।

পূর্বাভাসে বলা হয়, সকালে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণও ছিল খুবই সামান্য।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে কোনো সতর্কসংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর