“মাদক ও সন্ত্রাসের কোনো স্থান মান্দাতে হবে না”

আপডেট: September 11, 2025 |
inbound6781994540791825740
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি:মান্দা উপজেলায় মাদক, সন্ত্রাস ও হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে পুলিশ।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে চালানো এসব অভিযানে ২০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।

অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

গত চার মাস ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমানের নেতৃত্বে পরিচালিত এসব অভিযান এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একের পর এক অপরাধী গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরে এসেছে।

তাঁদের প্রত্যাশা, এই ধরনের অভিযান যেন নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হয়।

এ বিষয়ে ওসি মনসুর রহমান বলেন, “মাদক ও সন্ত্রাসের কোনো স্থান মান্দাতে হবে না। যারা মাদক ব্যবসা, অস্ত্র রাখা কিংবা হত্যার মতো জঘন্য অপরাধে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

মান্দাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সন্ত্রাস চাঁদাবাজ এবং দালাল হতে সাবধান থাকার জন্য অনুরোধ করেন। পাশাপাশি এদের বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানান

তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা পেলে মান্দা থেকে অপরাধী চক্রকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা সম্ভব। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে।”

সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসনের এমন উদ্যোগ মান্দাবাসীর মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়িয়েছে। এর ফলে তরুণ সমাজ মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হচ্ছে, যা ভবিষ্যতে একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে সহায়ক হবে।

Share Now

এই বিভাগের আরও খবর