বগুড়ায় দুই কেজি গাঁজাসহ রবিউল গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক দুই কেজি গাঁজাসহ মোঃ রবিউল ইসলাম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১২ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সোয়া ১টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক বিশেষ অভিযানে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্হ মীর এন্ড রুবেল সিএনজি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর বিশেয চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল চেক করার সময় মোঃ রবিউল ইসলামকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন পাথরডুবি গ্রামের মোঃ আব্দুল হাই এর ছেলে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।