সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত


ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে হঠাৎ এই কম্পন অনুভূত হলে নগরীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্প শুরু হতেই নগরীর বিভিন্ন স্থানে বাড়িঘর, দোকানপাট ও অফিসে অবস্থানরত মানুষ আতঙ্কে বাইরে বের হয়ে আসেন।
হঠাৎ মাটির কম্পন টের পেয়ে কেউ কেউ ভয়ে রাস্তায় ছুটে আসেন, আবার কেউ স্বজনদের খোঁজ নিতে মোবাইলে ফোন করতে থাকেন।
স্থানীয়দের অনেকে জানান, ভূমিকম্পের সময় জানালা-দরজা কেঁপে ওঠে এবং ঘরের আসবাবপত্র নড়ে যায়। এতে ছোট-বড় সবাই ভীত হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ সজীব বলেন, বাংলাদেশ সময় বিকাল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম অঞ্চলে তিনি আরও জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল।
ভূতাত্ত্বিকদের মতে, সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় এ ধরনের ঝুঁকি সবসময়ই থাকে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে এই অঞ্চল।
এতে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ ভবন নির্মাণের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।
হঠাৎ এ ভূমিকম্পে নগরীর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।