জয়পুরহাটের ক্ষেতলালে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা 

আপডেট: September 15, 2025 |
inbound4417149566921134688
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। সোমবার দিনব্যাপী ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিভিন্ন এলাকা থাকা আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া ক্যাম্প থেকে শতাধিক রোগী বাছাই করে বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে বিনা খরচে ছানি অপারেশন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলী হোসেন শাহ, বগুড়া ব্র্যাক ডিভিশনাল কো-অর্ডিনেটর লিড জেনারেশন মোহাম্মদ ইদ্রিস আলী, জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক রেজাউল করিম ও বগুড়া রিজিওনাল কো-অর্ডিনেটর লিড জেনারেশন হাসান উল কবির সহ বিভিন্ন ডাক্তার ও নার্সরা।

Share Now

এই বিভাগের আরও খবর