চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ সনাতন ধর্মাবলম্বী

আপডেট: September 15, 2025 |
inbound2487489853669920479
print news

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৫ জন ‘সনাতন’ ধর্মালম্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ১৪ সেপ্টেম্বর বিকেলে দলের জেলা কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন তারা।

জামায়াতে ইসলামীতে নাম লেখানো সুমন কুমার সাহা গণমাধ্যমকে বলেন, “আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ এ দলের রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে।

আমরা আমাদের ধর্ম পালন করব; তারা তাদের ধর্ম পালন করবে। এতে কারও কোনো সমস্যা হবে না।”

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকুমার পরামানিক, চন্দন দাস, সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল এবং মন্টু লাল চৌধুরী।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ লতিফুর রহমান বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা স্বতস্ফূর্তভাবে জামায়াত ইসলামীর রাজনীতিতে যোগদান করেছেন।

আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। তাদের এ সিদ্ধান্ত প্রমাণ করে মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে। আগামীতে আরো অনেকেই যোগ দেবেন।

আমাদের গঠনতন্ত্রে আছে যে, যেকোনো ধর্মের মানুষ জামায়াত ইসলামীর রাজনীতি এবং অর্থনীতি ব্যবস্থার সাথে ঐক্যমত পোষণ করে যুক্ত হতে পারবেন। তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবেন।”

Share Now

এই বিভাগের আরও খবর