ভাওয়াল মির্জাপুর কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের একাদশ শ্রেণির ২০২৫—২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ৩টি বিভাগের একযোগে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন ক্লাসের শিক্ষার্থীদের স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মোঃ আবুল হোসেন।
কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আব্দুল বারী ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসুল্লী, অভিভাবক সদস্য মোঃ বদিউল আলম বাদল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক একেএম জাহিদ ছরুয়ার, ডঃ মিয়া মোহাম্মদ সেলিম, আলী নেওয়াজ ভূঁইয়া, আবু বকর সিদ্দীক, নিখিল চন্দ্র দাস, একেএম সায়েম , আজমেরী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গোলাপ ফুল দিয়ে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিখিল চন্দ্র দাস ও প্রভাষক সাব্বির আহম্মেদ সংগীত পরিবেশন করে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।