১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর


১৮ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে তিনি অ্যাম্বুল্যান্সে করে হাসপাতাল ত্যাগ করেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আজ বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন নুরুল হক নুর।
আপাতত তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। অন্য একটি হাসপাতালে তার ভর্তি হওয়ার কথা রয়েছে।”
উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুর।
সেদিনই তাকে ঢামেকে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে এবং পরবর্তীতে কেবিনে চিকিৎসা দেওয়া হয়।
পরে চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চালানো হয়।