আওয়ামী লীগ বললেই ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে: সরওয়ার আলমগীর

আপডেট: September 16, 2025 |
5dd 1
print news

শুধু আওয়ামী লীগ বললে ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

সোমবার রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের খাছ মোহাম্মদ তালুকদার বাড়িতে স্থানীয়দের উদ্যোগে ‘জনগণের দাবি, প্রত্যাশা ও দুর্ভোগের কথা শুনতে’ আয়োজিত উঠান বৈঠকে তিনি এ দাবি করেন।

সরওয়ার আলমগীর বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন করে ভারতে পালিয়েছে। শুধু আওয়ামী লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাই বিএনপির নাম ভাঙিয়ে কোনো অন্যায়-অবিচার করা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজের স্থান শহীদ জিয়ার দলে নেই।

তিনি আরও বলেন, গ্রামের চায়ের দোকান থেকে কৃষিমাঠে—সর্বত্রে রাজনীতি চর্চা হয়। মানুষ এখন সচেতন, তাই মানুষের কথা শুনতে উঠানে আসছি।

স্থানীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সমাজ প্রতিনিধি বশির উদ্দিন। বিএনপি নেতা শহিদুল ইসলাম ও হাসান কবিরের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য ও নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দীন চৌধুরী। উদ্বোধক ছিলেন ফরিদুল আলম কোম্পানি৷ বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল ইসলাম, আবু আজম তালুকদার, এস এম আবু মনছুর, খালেদ মাহমুদ বাবুল, জালাল উদ্দীন চৌধুরী ও আলাউদ্দিন চৌধুরী।

এ ছাড়া বক্তব্য দেন মহিন উদ্দিন মেসি, জিয়াউদ্দিন বাদশা, মোহাম্মদ ওসমান, হাজী ফরিদ আহমদ, সেলিম উদ্দিন ও সাদ্দাম তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোলামান সওদাগর, ইলিয়াছ জসিম, হাসান কবির বাবর, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, মো. এনাম, কামরুল হাসান অপু, মো. আকরাম, আরমান উদ্দিন, আরফাত তুষার ও মো. শাকিল।

Share Now

এই বিভাগের আরও খবর