ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট: September 16, 2025 |
inbound3690669011178711185
print news

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে। মন্দির পরিদর্শনের পর তিনি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে একটি শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন।

এর আগে, ১৫ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। ওই সাক্ষাতে তারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস হিন্দু ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার এবং কথা বলার সুযোগ হয়।” তিনি এরপর দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর সারা দেশে এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে এবং বর্তমানে পূজামণ্ডপ প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। তারা প্রধান উপদেষ্টাকে উৎসবের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা সরকারের সংহতি ও ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার প্রতিশ্রুতির বার্তা বহন করছে। শারদীয় দুর্গোৎসবের এই সময়ে এই সফর ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা এবং ঐক্য জোরদার করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীরা প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে উষ্ণভাবে স্বাগত জানান। তারা বলেন, সরকারের এ ধরনের পদক্ষেপ ধর্মীয় উৎসবকে নিরাপদ ও আনন্দময় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসব চলাকালীন মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান সম্পন্ন করার দিকেও প্রধান উপদেষ্টা বিশেষভাবে নজর দেন।

Share Now

এই বিভাগের আরও খবর