বগুড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেফতার ০২

আপডেট: September 16, 2025 |
inbound8502825936707468586
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ শ্রী হরিজন(৩৫) ও শ্রী শান্ত বাসফোর (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১.৪০ ঘটিকা হতে বেলা অনিমানিক ২টা পর্যন্ত বগুড়া জেলা সদর থানাধীন চকসুত্রপুর হরিজন কলোনী কালি মন্দিরের পাশে বগুড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীর মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন, নগদ ৩০ হাজার টাকা উদ্ধারসহ শ্রী হরিজন, (৩৫), পিতা- শ্রী বিল্টু হরিজন, শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা- শ্রী বাদল বাসফোর উভয় সাং- চক সূত্রাপুর হরিজন কলোনি, থানা ও জেলা- বগুড়া’দ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী’ শ্রী হরিজন ও শ্রী শান্ত বাসফোর এর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর