ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

আপডেট: September 17, 2025 |
inbound2382834395166035365
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার।

সভায় চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং পুলিশ সুপার সেগুলোর উত্তর দেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা উচিত।

কোনো ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর