কাপাসিয়ায় আখি মিল্ক ক্যান্ডি খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ 

আপডেট: September 17, 2025 |
inbound3091429279026136328
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় আখি মিল্ক ক্যান্ডি চকলেট খেয়ে কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝড়না আক্তার বলেন,

“আমাদের স্কুলের আশপাশে কোনো দোকান নেই। তবে পাশের একটি বাড়িতে শিশুদের খাবার সামগ্রী বিক্রি করা হয়।

সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সেখান থেকে চকলেট কিনে খায়। এতে বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী বমি করতে থাকে এবং কারো কারো চোখ-মুখ ফেকাশে হয়ে যায়।

আমি দ্রুত উপজেলা শিক্ষা অফিসারের সাথে পরামর্শ করে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠাই।

তিনি আরও জানান, চকলেটগুলোর মোড়কে “আখি মিল্ক ক্যান্ডি” লেখা ছিল। তবে মোড়কে কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। চকলেটগুলো একেবারে নরম অবস্থায় ছিল।

অভিভাবকেরা অভিযোগ করে বলেন, স্কুলের পাশে দোকান থাকার কারণে এসব শিশু খাদ্য কিনে খায় শিক্ষার্থীরা।

অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় দোকান থাকার কথা নয়।

কিন্তু কাপাসিয়ার বেশিরভাগ স্কুলের পাশে দোকান রয়েছে, এ বিষয়ে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেন,

“আমাদের হাসপাতালে পাঁচ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। চকোলেট খেয়ে তাদের বমি হচ্ছে, গলা ফুলে গেছে। শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভুইঁয়া বলেন,“স্কুলের আশপাশে কোনো দোকান থাকতে পারবে না।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করা হবে যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে।”

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম বলেন,“বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর