এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ

আপডেট: September 17, 2025 |
inbound4869049383986327004
print news

পূবালী ব্যাংকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দের পর এবার অগ্রণী ব্যাংকে তার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে লকার দুটি জব্দ করা হয়, যার নম্বর ৭৫১ ও ৭৫৩।

অগ্রণী ব্যাংকের এমডি আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিনি (শেখ হাসিনা) দুটি লকার ভাড়া নিয়েছিলেন। সে দুটি নিয়ম অনুযায়ী সেভাবেই ব্যাংকে সংরক্ষিত অবস্থায় আছে। তারা (এনবিআর) এসেছিল লকারের অবস্থান জানতে।

আইন অনুযায়ী গ্রাহকের অনুপস্থিতে লকার খুলতে হলে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ও একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা যাবে।

আদালতের আদেশ পেলে ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর