বগুড়ায় গরু ও ছাগলের চামড়ায় দেওয়া লবণে রঙ মিশিয়ে বিট লবণ তৈরি

আপডেট: September 19, 2025 |
inbound480917750207533759
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরের ফুলবাড়ী এলাকায় গরু ও ছাগলের চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণ দিয়ে ভেজাল বিট লবণ তৈরির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে। একই সাথে ৬০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ কারখানায় তৈরি ৬০ বস্তা লবণ জব্দ এবং কারখানা মালিককে এক কাখ টাকা জরিমানা করা হয়।

inbound2825880866326193344

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে বাজারে অস্বাস্থ্যকর ও খাবার অযোগ্য বিট লবণ বিক্রি হচ্ছে।

এর উৎস খুঁজতে গিয়ে তারা জানতে পারেন, শিববাটি সেতুর কাছে একটি কারখানায় এই লবণ তৈরি হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সেই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে ৬০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করা হয়, যা সাধারণত চামড়া শিল্পে ব্যবহৃত হয়। কারখানার মালিক কবি হোসেন এ লবণ গুঁড়া করে তাতে রং মিশিয়ে বিট লবণ হিসেবে বাজারে বিক্রি করছিলেন।

মেহেদী হাসান আরও জানান, প্রতি কেজি ১০ টাকা দরে এ ইন্ডাস্ট্রিয়াল লবণ কিনে তা গুঁড়া করার পর প্রতি কেজি ২৫ টাকা দরে বিট লবণ হিসেবে বিক্রি করা হতো।

পরে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা এবং জব্দ করা ৬০ বস্তা লবণ ধ্বংস করা হয়।

অভিযানের সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়াসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর