তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো : এ্যানি

আপডেট: September 20, 2025 |
inbound4363689882253084779
print news

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পতাকা তারেক রহমানের নেতৃত্বে উঁচিয়ে ধরার অঙ্গীকার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এখন থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে হাজারো নেতাকর্মী অংশ নেন।

এ্যানি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো, আমাদের লক্ষ্য আগামী নির্বাচন। এই সম্মেলন থেকে যে নেতৃত্ব আসবে, তাদের মাধ্যমেই আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের সমর্থন আদায় করব।

এটি তারেক রহমানের নির্দেশনা—ঐক্যবদ্ধ টিমওয়ার্কের মাধ্যমে নতুন প্রজন্ম ও মা-বোনদের কাছে পৌঁছাতে হবে। যারা অতীত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, রামগঞ্জে বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নেই। “আজ আমরা সবাই এক মঞ্চে। পৌর, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতারা জেলা বিএনপির নেতৃত্বে এক ছায়াতলে একত্রিত হয়েছেন। এ ঐক্যই আমাদের আগামী আন্দোলন ও নির্বাচনের শক্তি।”

সম্মেলনে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া সম্মেলনে বক্তব্য দেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী প্রমুখ।

সম্মেলনস্থলে নেতাকর্মীদের বিপুল সমাগমে রামগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় নেতারা মনে করছেন, এ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে।

Share Now

এই বিভাগের আরও খবর