৭ অক্টোবর মির্জাপুরে আসছেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে তাফসীরুল কোরআন মাহফিলে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
আগামী ৭ অক্টোবর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মাটিয়াখোলা আনোয়ারুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
চিতেশ্বরীর কুলিয়াঘাটা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এই মাহফিলে বাদ এশা থেকে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
তার আগে বাদ মাগরিব থেকে বয়ান করবেন খিলক্ষেত বরুয়া শাহী জামে মসজিদের খতিব মুফতি তোফাজ্জল হুসাইন আক্তারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মো. সোহরাব হোসেন সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জাপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
আনোয়ারুল উলুম মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো সামাজিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও শক্তিশালী করা।
আয়োজক কমিটির আহ্বায়ক হানিফ চৌধুরী বলেন, “এ ধরনের মাহফিল কেবল ধর্মীয় শিক্ষাই দেয় না, বরং সমাজে মননশীলতা ও পারস্পরিক ঐক্যকেও বৃদ্ধি করে।”
মাহফিলটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠন আদর্শ যুব পরিষদ সার্বিক সহযোগিতা করছে।