সিলেটে ভূমিকম্প অনুভূত

আপডেট: September 21, 2025 |
inbound9179582344446421748
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৪।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। নগরীর বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পেয়ে অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা।

বিষয়টি বৈশাখী নিউজ টোয়েন্টিফোর ডটনেট কে নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে সিলেট অতীতেও বহুবার কেঁপে উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এ

Share Now

এই বিভাগের আরও খবর