যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল
আপডেট: March 29, 2020
|
যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গত একদিনে আড়াই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে শুক্রবার মৃতের সংখ্যা ৭৫৯ থাকলেও শনিবার দেশটির সরকারি পরিসংখ্যানে একদিনে আরও ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার ঘটনা এটি। শুক্রবারের সংখ্যা থেকে এ বৃদ্ধির হার ৩৪ শতাংশ বেশি।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তারা স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৯ জন। এর মধ্যে এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩৫ জন।
বৈশাখী নিউজ/ জেপা