করোনায় যুক্তরাষ্ট্রে’সর্বকনিষ্ঠ’ শিশুর মৃত্যু

আপডেট: March 29, 2020 |
print news

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের পর যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক শিশুর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত শিশুর বয়স এক বছরেরও কম। করোনাভাইরাসের কারণে এটিই এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ মৃত্যু।

শিশুটির মৃত্যুর বিষয়টি জানিয়েছে ইলিনইস রাজ্যের স্বাস্থ্য বিভাগ। তবে শিশুটি কোথায় এবং কিভাবে আক্রান্ত হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

ইলিনইস রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান এনগজি ইজাইক বলেন, এর আগে এতো কম বয়সী শিশু করোনায় মারা যায়নি। শিশুটির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে আমাদের যা যা করণীয় আছে, আমাদের উচিৎ তার সবগুলো করা। তারপরেও আমাদের সম্প্রদায়ের মানুষকে রক্ষা করা দরকার।

ইলিনইস রাজ্যে এখন পর্যন্ত ৩৪৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ৪৭ এরই মধ্যে মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ৪৩ জনের অবস্থা গুরুতর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর