বিশ্বে করোনায় আক্রান্ত ৫০ লাখ ছাড়াল

আপডেট: May 21, 2020 |

প্রতিদিনই সর্বোচ্চহারে করোনা আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্ববাসীকে সতর্ক করল বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মতে, প্রতিদিনই করোনায় আক্রান্তের হার আগের সব দিনকে অতিক্রম করে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার মানুষ। যা করোনা শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ। এতে বিশ্বে মোট রোগী ৫০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের হার ৫০ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন।

ডব্লিউএইচও মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, ‘নতুন আক্রান্তের দুইতৃতীয়াংশই মাত্র চারটি দেশে। অথচ অনেক দেশই লকডাউন শিথিল করছে। এ মহামারি রুখতে আমাদের এখনও অনেক দূর যেতে হবে।’ বিশেষকরে দরিদ্র ও মধ্যমআয়ের দেশগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ডব্লিউএইচও মহাপরিচালক। সংস্থার মতে, বিশ্ব করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ অতিক্রম করার পর এখন দেখা যাচ্ছে দুই সপ্তাহের কম সময়ে ৫০ লাখ ছুঁয়ে গেল। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত আক্রান্তের হার আরো অনেক বেশি হতো যদি অনেক দেশে পরীক্ষা এত কম না হতো।

জনস হপকিংস ইউনিভার্সিটির হিসাবে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে ভয়ানক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত ১৫ লাখ ও মৃত্যু ৯২ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা থেকে রক্ষা পেতে ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ হাইড্রোক্সিক্লোরকুইন গ্রহণ করছেন এমন কথা বলার পর এ নিয়ে ডব্লিউএইচও’র জরুরিবিভাগের পরিচালক ডা. মাইক রিয়ান বলেন, হাইড্রোক্সিক্লোরকুইন বা ক্লোরকুইন কোনটিই কভিড-১৯ এর জন্য কার্যকর পাওয়া যায়নি। বরং এর পার্শ্চপ্রতিক্রিয়া নিয়ে চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।সূত্র: বিবিসি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর