করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫১ লাখ ৯৪ হাজার, মৃত্যু ৩ লাখ ৩৪ হাজার

আপডেট: May 22, 2020 |

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে এপর্যন্ত বিশ্বে ৫১ লাখ ৯৪ হাজার ১০৬ জন মানুষ আক্রান্ত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে জানা যায়, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬১৬ জনে।

আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ ৮০ হাজার ৯২৩ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ।

বর্তমানে ২৭ লাখ ৭৮ হাজার ৫৬৭ জন করোনা আক্রান্তো রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৪৫ হাজার ৬২০ জনের অবস্থা গুরুতর।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশে আরও ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮ জনে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৈশাখী নিউজজেপা

 

Share Now

এই বিভাগের আরও খবর