ইন্দোনেশিয়ায় একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

আপডেট: May 21, 2020 |

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত একদিনে সর্বোচ্চ ৯৭৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার একশ ৬২ জন। নতুন করে একদিনে আরো ৩৬ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার দু’শ ৭৮ জন।

ইন্দোনেশিয়ায়র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আচমাদ ইউরিয়ানতো করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় ভাইরাসটির বিস্তার রোধে দেশের নাগরিকদের ঘরে থাকার অনুরোধ করেছেন আচমাদ ইউরিয়ানতো।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে গত ১১ মার্চ প্রথম কেউ করোনায় মারা যান। এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় করোনার বিস্তার রোধে এই অঞ্চলের দেশগুলো লকডাউনসহ নানা রকম বিধিনেষেধ আরোপ করেছে।সূত্র: এএপি।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর