করোনায় দিনাজপুরে ২৪ ঘন্টায় ১১ জন আক্রান্ত

আপডেট: May 22, 2020 |

দিনাজপুরে গত ২৪ ঘন্টার নতুন করে এক নারী, দুই শিশুসহ ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে খানসামা উপজেলায় এক নারীসহ ৫ জন, বিরামপুর উপজেলায় ২ জন, বীরগঞ্জ উপজেলায় ২ শিশু ও আগে আক্রান্ত হয় মা, নবাবগঞ্জ উপজেলায় ১ জন এবং পার্বতীপুর উপজেলায় নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ১৫ জন। এর মধ্যে একজনের শনাক্তের আগের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৮টার দিকে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান আক্রান্তের সংখ্যা নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ জনের।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুরুষ রয়েছেন ৮৩ জন, নারী রয়েছেন ২৫ জন এবং শিশু রয়েছে ৬ জন। দিনাজপুর সদরে ৩১ জন, কাহারোলে ৮ জন, বিরলে ৯ জন, বোচাগঞ্জে ৬ জন, পার্বতীপুরে ৭ জন, ফুলবাড়ীতে ৪ জন, নবাবগঞ্জে ৭ হাকিমপুরে ২ জন, খানসামায় ৬, বিরামপুরে ৬ জন, ঘোড়াঘাটে ১৯ জন, চিরিরবন্দরে ১ জন, বীরগঞ্জে ৮ জন রয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর