পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপার স্বাভাবিক

সময়: 11:50 am - May 22, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার স্বাভাবিক হয়েছে। জরুরি সেবার যানবাহনসহ কিছু ব্যক্তিগত গাড়ি পাটুরিয়া নৌরুটের অভিমুখে পুলিশ যাত্রা করতে দিচ্ছে বলে জানা গেছে। শুক্রবার (২২ মে) সকাল থেকেই জেলা শহরের প্রবেশের মূল চেকপোস্ট অতিক্রম করে ওই সব যানবাহন পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, দক্ষিণ-পশ্চিম অঞ্চলগামী পণ্যবোঝাই ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়িসহ কিছু ছোট ব্যক্তিগত গাড়ি পার করা হচ্ছে। পাটুরিয়া অংশে প্রায় শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে এবং ছোট গাড়ি ৫ নম্বর পন্টুন দিয়ে সরাসরি পার হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ৬টি পারাপারের কাজে নিয়োজিত আছে বলেও জানান তিনি।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, আমাদের মানিকগঞ্জের প্রবেশ দ্বার গোলড়াতে যে চেকপোস্ট রয়েছে ওই চেকপোস্ট থেকে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, ব্যক্তিগত গাড়ি পাটুরিয়া ঘাটের দিকে কিছু কিছু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া যাত্রী পরিবহনের সঙ্গে সম্পৃক্ত কোনো গণপরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর