চট্টগ্রামে করোনায় শনাক্ত ৯০ জন, মৃত্যু ৪

আপডেট: May 22, 2020 |
print news

চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসের ৪৬২টি নমুনা পরীক্ষায় একদিনে ৯০ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন। এছাড়া নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজেটিভ শনাক্ত হয় ২০ জন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে ১২৯টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৭০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তবে সিভাসু ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষা করা হলে কোন করোনা পজেটিভ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৭৭ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৩ জন বিভিন্ন এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৩১৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪৯ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪০ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর