২ বছরের নিচে শিশুদের জন্য মাস্ক বিপজ্জনক, দাবি জাপানের চিকিৎসকদের
দুই বছরের কম বয়সী শিশুদের জন্য মাস্ক পরা অত্যন্ত বিপজ্জনক। জাপানের একটি মেডিক্যাল দল এই সতর্ক বার্তা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের কম শিশুদের মাস্ক পরা উচিৎ নয় কারণ এতে তাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসরোধ হওয়ার ঝুঁকি বাড়ে। দেশটিতে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা আসার পর চিকিৎসকেরা অভিভাবকদের প্রতি এই আহ্বান জানালো।
জাপানে করোনা সংক্রমণ কমার পর দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেন। তবে সতর্ক করেন, সংক্রমণ আরও বাড়লে ফের জারি করা হবে জরুরি অবস্থা।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেওয়া লকডাউন তুলে নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে যখন সামাজিক দূরত্ব বজার রাখা অনেকেটা চ্যালেঞ্জের তখন এই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন।
কিন্তু জাপানের ‘পেডিয়াট্রিক সংস্থা’ শিশুদের জন্য মাস্ক অত্যন্ত বিপজ্জনক বলে অভিভাবকদের সতর্ক করল।
শ্বাস কষ্টের সমস্যা ছাড়াও মাস্ক পরলে শিশুদের হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জাপানের এই মেডিক্যাল দল। রয়টার্স, ইকোনমিক টাইমস।
বৈশাখী নিউজ/ জেপা