যুক্তরাষ্ট্রের চেয়ে গত একদিনে বেশি মৃত্যু ব্রাজিলে

আপডেট: May 26, 2020 |

বিশ্ব দাপিয়ে বেড়ানো নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এখন তাণ্ডব চালাচ্ছে ব্রাজিলে। মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টার হিসাবে এই প্রথম যুক্তরাষ্ট্রের চেয়ে ব্রাজিলে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দেশটিতে একদিনে ৮০৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে আমেরিকায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩২ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সবশেষ হিসাব অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ব্রাজিল। সেখানে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু ২৩ হাজার ৪৭৩ জনের।

তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ১৬ লাখ ৬২ হাজার ৩০২ জন। মারা গেছেন ৯৮ হাজার ২১৮ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৩৩ জনের।

ব্রাজিল-রাশিয়ার তুলনায় যুক্তরাজ্যে আক্রান্ত কম (২৬২,৫৪৬) হলেও নতুন রোগটিতে সেখানে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৯৯৬ জনের।

প্রতিনিয়তই খারাপ পরিস্থিতির দিকে যেতে থাকা ব্রাজিলের প্রশাসন রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় চাপে আছে। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর