ভারতে আক্রান্ত দেড় লাখ ছাড়াল, মৃত্যু ৪৩৩৭

আপডেট: May 27, 2020 |

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৩৮৭ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৭৬৭ জনে দাঁড়ালো।

এছাড়া দেশটিতে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। মোট মৃত্যু ৪ হাজার ৩৩৭ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের পরিসংখ্যানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

চলতি সপ্তাহেই ভারত আক্রান্তের সংখ্যায় বিশ্বে দশম স্থানে পৌঁছেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এরপরেই অবস্থান করছে তামিল নাড়ু, গুজরাট, দিল্লি।

দেশটিতে চতুর্থ দফায় লকডাউন বাড়ালেও তা বিভিন্ন রাজ্যে শিথিল করা হয়। এর পর থেকে দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর