ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কাটতে গিয়ে শিক্ষকের মৃত্যু
আপডেট: May 27, 2020
|
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে পড়া গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত স্কুলশিক্ষক আব্দুল মজিদ মোল্লা বুড়িগোয়ালীনি গ্রামের মৃত মেহের উদ্দীনের ছেলে। তিনি বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে পড়া গাছের ডাল কাটছিলেন শিক্ষক আব্দুল মজিদ। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।
বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কাটছিলেন ওই স্কুলশিক্ষক। হঠাৎ একটি ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক আব্দুল মজিদ মারা যান।
বৈশাখী নিউজ/ বিসি