লাদাখে শক্তি বাড়াচ্ছে চীন! নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে মোদি

আপডেট: May 28, 2020 |

ভারতের উত্তর সীমান্তে লাদাখে তত্পরতা বাড়িয়েছে চীন। কয়েকদিন আগেই চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের একটি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সংবাদমাধ্যমের খবর।

শুধু তাই নয়, ওই খবরে দাবি করা হয়, কয়েকজন ভারতীয় সেনাকে আটকে রাখে চীনা সেনা। সেই খবরের সত্যতা অস্বীকার করে সেনা। সবমিলিয়ে লাদাখ নিয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এনিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালোর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও।

সম্প্রতি লাদাখের প্যাংগন লেকের কাছে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়। এখন সেখানে গালওয়ান নদীর উপত্যকায় সেনা সংখ্যা বাড়িয়েছে দুই পক্ষই। প্যাংগন লেক থেকে ২০০ কিলোমিটারের মধ্যে তিব্বতে গুনসা বিমান বন্দরের আসেপাশে ব্যাপক নির্মাণকাজ শুরু করেছে চীন। নতুন একটি টারম্যাকও তৈরি করছে বলে সংবাদমাধ্যমে খবর। এমনকি উপগ্রহ চিত্রে কয়েকটি চীনা ফাইটার জেটও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

গত এক সপ্তাহ আগেই লাদাখে দুই দেশের সীমানার উড়তে দেখা গিয়েছিল চীনা সেনা হেলিকপ্টার। তাদের তাড়া করে ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট। সূত্র: জিনিউজ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর